প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
নারায়ণগঞ্জ – ৫ আসন থেকে এমপি নির্বাচনের ঘোষণা দিলেন মাওলানা ফেরদাউস

জমিয়তে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, আনারা জানেন দেশ এক গভীর সংকটে নিপতিত হয়েছে। মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু দল এবং দেশী বিদেশী চক্রান্ত চলছে। এই চক্রান্তকে প্রতিহত করে জনগণের আকাক্সক্ষার সেই নির্বাচনকে জমিয়ত প্রতিফলিত করবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেতৃত্বে নগরীতে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ঘোষণা করছি আগামী নির্বাচনে জোট যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে আমি নির্বাচন করবো। যদি জোট অন্য কাউকে নমিনেশন দেন আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তার পাশে থেকে নির্বাচন করবো। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী উদ্দেশ্যে বলতে চাই, আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভাল না, নারায়ণগঞ্জের মানুষ হা করে আছে। আমরা যে কোন পরিবেশ পরিস্থিতিতে সামনের কাঁতারে থেকে নারায়ণগঞ্জবাসী পাশে থাকবো। আজকে যারা আমাদের পাশে ছিলেন আগামীতেও তারা আমাদের পাশে থাকবেন ।
এর আগে মিছিলটি খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে কালীরবাজার গ্রিণলেজ ব্যাংক এর মোড় ঘুরে চাষাঢ়া বিজয়স্তম্বের কাছে এসে শেষ হয়।
উক্ত মিছিলে এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা তাজুল ইসলামী আমিনী, মাওলানা আব্বাস, মাওলানা ওসমান গনি সহ প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট